বিশ্বের সবচেয়ে ১০টি জনপ্রিয় ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম, আপনি জেনে খুশি হবেন যে ২২৮ মিলিয়নের অধিক মানুষ বাংলায় কথা বলে।
আপনি সর্বাধিক কথ্য ভাষার তালিকায় বাংলা থাকার আশা করেননি! ১৯৪৭ সালে ব্রিটিশদের দ্বারা বঙ্গভঙ্গ (মূলত হিন্দু) পশ্চিমবঙ্গ, বর্তমানে (ভারতের প্রধানত মুসলিম) সমকক্ষ পূর্ব বাংলা, বর্তমানে বাংলাদেশ থেকে বিভক্ত হয়।
বিশেষ করে বাংলাদেশ এই ভাষার চর্চা সবচেয়ে বেশি, সেইসাথে এই অঞ্চলের মানুষ যেই যেই দেশে বাস করে সেখানেও তারা তাদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান করে, মনে লালন করে।
বাংলা ভাষার অবস্থান ৬ষ্ঠ
ভালবাসুন বাংলাকে, মনে রাখুন বাংলাকে