এখানে আমি সুপার শপের মাধ্যমে কিভাবে ভিন্ন পদ্ধতিতে মার্কেটিং শেখা যায় তা নিয়ে কথা বলব,
প্রথমত সুপার শপ গুলাতে কখনো কোন ঘড়ি রাখা হয় না, যাতে আপনি সময় সম্পর্কে কোন ধারনাই না রাখেন। 😃
বলুন তো সুপারশপে বাস্কেট গুলো কেন ধরিয়ে দেয় কাস্টমার এর হাতে? মোটে ও প্রোডাক্ট ক্যারি করার সুবিধার্থে না বস। 😃
বরং লজ্জায় ফেলে দিতে। এতো বড় একটা বাস্কেট অথচ কিনলাম খালি একটা শ্যাম্পু? এহহহ মানুষ কি বলবে? ব্যাস লজ্জায় পড়ে আরো দুই চারটা প্রোডাক্ট কিনেই নিলেন।
চকোলেট গুলা দেখবেন সব সময় একটু নিচে করেই রাখা হয়, কারণ বাচ্চাদের যে সাইজ যে ২-৩ ফুটের মধ্যেই থাকে। 😃
একজন কাস্টমার মূলত কি কিনতে যায় সুপারশপে? চাল, ডাল, আটা, ময়দা এসবই তো নাকি? আর এই প্রোডাক্ট গুলা এমন এক জায়গায় রাখা হয় যেখানে যেতে দারুণ দারুণ ঘ্রাণ আসে। লাইক, বডি স্প্রে বা কোন প্রসাধনী। মাঝে মাঝে লোভে পড়ে কেও কেও কিনে ও ফেলে। 😃
ঢুকবেন এক গেট দিয়ে আর বের হবেন অন্য গেট দিয়ে। মানে পুরো শপ আপনাকে ঘুরতেই হবে। 😃
বড় কিছু সুপারশপ বা শোরুমে ঘড়ি বা মেয়েদের অলংকারের সেকশন গুলা একটু U শেপ এর হয় যেন এ পাশ থেকে দেখতে দেখতে পুরোটা দেখা হয়ে গেলে ওপাশ থেকে আবার দেখার লোভ জাগে। 😃
কেনাকাটা শেষ, বিল দিবেন? কাউন্টার এর ঠিক দেখবেন আবারো বাচ্চাদের চকোলেট। সাথে বাচ্চা থাকবে আর দুই একটা চকোলেট নিবে না সে কি হয়?
ধন্যবাদ।।
